নারী-পুরুষ সমতা সূচকে ৪০ ধাপ পেছাল বাংলাদেশ

জুন ১৩, ২০২৪ | ৫:৩৬ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর , পপুলার বিডিনিউজ

গতকাল বুধবার ডব্লিউইএফ ২০২৪ সালের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদন প্রকাশ করে। লিঙ্গ বৈষম্য সূচকে টানা ১৫ বছর ধরে শীর্ষে আইসল্যান্ড, দেশটির স্কোর ০.৯৩৫। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, নিকারাগুয়া, জার্মানি, নামিবিয়া, আয়ারল্যান্ড ও স্পেন। ০.৫৬৮ স্কোর নিয়ে তালিকায় সবার নিচে ১৪৬তম অবস্থানে রয়েছে সুদান। তবে দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে সূচকে এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পর নেপাল ১১৭, শ্রীলঙ্কা ১২২, ভুটান ১২৪, ভারত ১২৯, মালদ্বীপ ১৩২ এবং পাকিস্তান ১৪৫তম অবস্থানে রয়েছে। অর্থনীতিতে অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবাপ্রাপ্তির ওপর ভিত্তি করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে ডব্লিউইএফ। এবারের সূচক অনুযায়ী দেখা যায়, দেশে এসব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য আরও প্রকট হয়েছে।