নিসর্গের রঙরূপ

এপ্রিল ২০, ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ
মনসুর আজিজ , পপুলার বিডিনিউজ

আমাকে প্রকাশ করো যোগিনী আলিঙ্গন করো, পাহাড়ি বনে বৃক্ষ যেমন আলিঙ্গনরত থাকে পত্র-পল্লব মেলে হও ছায়াদার বৃক্ষ তার তলে বসে অতলের স্পর্শ পেতে হতে চাই আমি ধ্যানমগ্ন ঋষি আমাকে আলিঙ্গন করো যোগিনী আত্মার সাথে মিশে যাও পরমাত্মার সন্ধানে রিপুর তাণ্ডবে ঝোড়ো বাতাস হও উড়িয়ে নাও সুদূরের দ্বীপে যেখানে ভোরের পানসি ভেসে আরেক দ্বীপের সন্ধানে আমাকে চুম্বন করো যোগিনী তার উষ্ণ উত্তাপে কেটে যাবে কুয়াশা আলোর কুঁড়িও সাজবে তখন নিসর্গের রঙরূপে।