হাজীগঞ্জে কৃষকরা পেলেন ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি

জুলাই ২৩, ২০২০ | ৫:৩৬ অপরাহ্ণ
পাপ্পু মাহমুদ , পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্তৃক ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ এর আওতায় ৪ নং কালচোঁ ইউনিয়নের ২ টি সিআইজি সমিতি কালচোঁ আলু (ফসল) সিআইজি সমবায় সমিতি ও ভাটরা ধান (ফসল) সমবায় সমিতির মাঝে ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি গুলো প্রদান করা হয়। যন্তুপাতি গুলো হলো ধান কাটার রিফার, পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, এল এল পি সেচ যন্ত্র, ট্রলি ও এআইএফ-২ ফান্ডের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন, উপজেলা কৃষি অফিসার মো: মাজেদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো জুলফিকার আলী, উপজেলা মৎস্য অফিসার মো: শামসুল আলম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অফিসার মো: আজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার চন্দন কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।