লিভার আক্রান্ত হয়ে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

জুন ১৪, ২০২০ | ১২:৩৫ পূর্বাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (১৪ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকাস্থ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। জানা গেছে, তিনি লিভারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন।