মধুমাস চৈত্র

জুন ১৩, ২০২০ | ১২:১৮ অপরাহ্ণ
আহমেদ রিয়াজ , পপুলার বিডিনিউজ

মধু, মধুমাস ও মধুবাস। ইংল্যান্ডে একবার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি জরিপ করা হয়েছিল, সে জরিপে সবাই জানিয়েছে গরু ডিম পাড়ে। একটি উন্নত দেশের শিক্ষার্থীদের এই ভুলজ্ঞান নিয়ে দুনিয়াজুড়ে কিন্তু হাসাহাসি কম হয়নি। এবং আমরাও সম্ভবত ইংল্যান্ডের মতো উন্নত জাতি হিসেবে নিজেদের তুলে ধরতে চেষ্টা করছি গত কয়েক বছর ধরে। আমরা জ্যৈষ্ঠকে বানিয়ে দিয়েছি মধুমাস। সাহিত্যে কে কী বললেন, অভিধানে কী আছে, সেদিকে না গিয়ে বরং সোজা সাপ্টা হিসেবেই চলে যাই। মধু কোথায় থাকে? ফুলে নাকি ফলে? কোনমাসে ফুলের সমারোহ থাকে বেশি? চৈত্রে নাকি জ্যৈষ্ঠে? ব্যস, তাহলেই মধুমাস নিয়ে বিভ্রান্তি দূর হবে। মধু থাকে ফুলে। ফুল থেকে মৌমাছি মধু জোগাড় করে। আর চৈত্রে নানান ফুলের সমারোহ থাকে। কাজেই মধুমাস চৈত্র।