সকালে দাফন হলো বাউড়ার মমিনের
জুন ১২, ২০২০ | ৯:৪৩ পূর্বাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ
হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়ীর আবদুল মমিন (৮০) মারা গেছেন। তিনি জ্বর সর্দি নিয়ে কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে রাত ২ টায় তিনি মারা যান। শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা দাফনকারী দলের সদস্যবৃন্দ আবদুল মমিনের মৃতদেহ দাফন কাজে অংশ নেয়। জানা গেছে,হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়।