যাত্রী বাসে ৬০% ভাড়া বাড়লো দু সপ্তাহের জন্য

মার্চ ৩০, ২০২১ | ৬:১৬ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

বাংলাদেশ করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন সকালেই সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আগামী কাল থেকেই দু সপ্তাহের জন্য এটি কার্যকর হবে।

এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলা ১৮ দফা নির্দেশনা জারী করেছিলো সরকার এবং তাতে গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের কথা বলা হয়েছিলো।

এ প্রেক্ষাপটে সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের নির্দেশনা বাস্তবায়নের আগে ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে।

এ নিয়ে সোমবার সন্ধ্যায় বিআরটিএ কার্যালয়ে মালিক সমিতির সাথে কর্তৃপক্ষের বৈঠকে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেয়া হয়।

পরে রাতেই তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।

সূত্র:বিবিসি বাংলা

h/n