না ফেরার দেশে বাবু রত্নেশ্বর পাল
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার নেতা ও শিক্ষক বাবু রত্নেশ্বর পাল (বি এস সি বি এড)।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৩-জুলাই) সকাল ১০.৫৭ মিনিটে তিনি নিজ বাড়ি থেকে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
বাবু রত্নেশ্বর পাল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পাল বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান।
বাবু রত্নেশ্বর পাল একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি ১৯৬৯-১৯৭৩ সাল পর্যন্ত মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়, ১৯৭৩-১৯৮৯ সাল পর্যন্ত পালিশারা উচ্চ বিদ্যালয় ও ১৯৮৯-২০০৫ সাল পর্যন্ত বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।
বাবু রত্নেশ্বর পাল স্বপ্নধারা বহুমুখী সোসাইটি পরিচালক সদস্য ও রোটারি ক্লাব ও আদর্শ হাজীগঞ্জ প্রেসিডেন্ট, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রোটারিয়ান জয়দেব পালের বাবা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।