মতলব উত্তরে ১০ লিটার চোলাই মদ’সহ গ্ৰেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৬:৩০
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৬:৩০
Link Copied!
মতলব উত্তর উপজেলায় ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গ্ৰেফতারকৃতরা হলো- মামুন(৩৮) ও  মন্নান(৫৪)।
শনিবার (১৩-জুলাই) ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড পাচঁগাছিয়া গ্ৰামের জলিল প্রধানীয়া বাড়ীর মামুন এর বসত ঘরের থেকে তাদের গ্ৰেফতার করে পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।
গ্ৰেফতারকৃত মামুন পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে ও মন্নান জীবগাঁও গ্ৰামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতারকৃতরা জানায়, মামুন এর দেখানো মতে, তার বসত ঘরের খাটের নিচ থেকে দেশীয় তৈরী চোলাই মদ ১০ লিটার ৫টি প্লাস্টিকের বোতলের মধ্যে প্রতিটি বোতলে ২ লিটার করে যার মূল্য অনুমান প্রতি লিটার ৫শ টাকা।
গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মতলব  উত্তর থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; জি আর নং-২০৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; সময়- ০৭.১০ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক সংবর্ধনা  হাজীগঞ্জে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার  প্রদান  রাজারগাওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ চাঁদপুরে ডাকাতিয়া থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার হাজীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ডিসি হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু  হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দীতা দাস রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন হাইমচরে শীতবস্ত্র পেলেন পাঁচ শতাধিক শীতার্থরা যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ বিএনপির সভাপতি হয়ে ফুলেল সংবর্ধনা পেল প্রফেসর কুদ্দুস