হাজীগঞ্জ বাজারের ৭ ব্যবসায়ীসহ করোনায় মারা গেলেন ১৯ জন

মজিবুর রহমান
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৫:৩৪
মজিবুর রহমান
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৫:৩৪
Link Copied!

হাজীগঞ্জ উপজলোয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন। উপজেলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯জনে। এদের মধ্যে মতৃ নারী ৬ জন, পুরুষ ১৩ জন। তবে ঢাকায় মারা গেছেন দুই নারী ও এক পুরুষ। মোট হাজীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯ জন। পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের মধ্যে ৭জন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী।

করোনায় আক্রান্ত হয়ে মৃত হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা হলো- বিদ্যা সাগর বণিক (৬৫), রনজিৎ রায় (৬২), আবুল কাশেম (৪৮), আব্দুল আউয়াল সর্দার (৫০), আবুল বাশার ওরফে লেদা মিয়া (৮০), আলহাজ্ব আব্দুল লতিফ (৭৫) ও জাহাঙ্গীর আলম (৫৫)।

পুরুষদের মধ্যে অন্যরা হলো- মকিমাবাদের আলহাজ্ব আব্দুল মান্নান (৮৫), বাজনাখাল-চাঁদপুর গ্রামের এনামুল হক ওরফে শাহজাহান কাজী (৫৫), বাউড়া সর্দার বাড়ী আব্দুল মমিন (৫৮), কালচোঁ নিশ্চিন্তপুরের মাওলানা আবু তাহের (৪০), কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সুশীল সাহা এবং ঢাকায় মারা যাওয়া বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের নারায়ণ লোধ।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে মৃত নারীরা হলো- সেন্দ্রা গ্রামের শামসুন্নাহার (২৮), মকিমাবাদ ৬নং ওয়ার্ডের বিলকিস আক্তার (৬০), পূর্ব রাজারগাঁও গ্রামের ফাতেমা বেগম (৪০), সুবিদপুরের মাজেদা বেগম (৫৫), ঢাকায় মারা যান বাকিলা ইউনিয়নের মিথিলা আক্তার (২১) ও ধড্ডা গ্রামের রোকেয়া বেগম (৬৫) ।

হাজীগঞ্জ উপজেলায় সেনেটারী ইনেস্পেক্টর জসিম উদ্দিন পপুলার বিডিনিউজ ডটকমকে জানান, করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮ জন। এদের নমুনা সংগ্রহের পর ১৬ জনের করোনা পজেটিভ এসেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা ভারতে আছেন থাকবেন রাতেই কুমিল্লা’সহ দশ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দুই ঈদে ১১ দিন ও দুর্গাপূজায় ছুটি মিলবে দুই দিন ১৫ বছর দেশের সব মানুষ নির্যাতিত ছিল: জামায়াত আমির স্বামীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মতিয়া চৌধুরী চাঁদপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হালাল উপার্জন অল্প হলেও বরকত থাকে: মিজানুর রহমান আজহারী পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট, ‘কমপ্লিট শাটডাউনের’ আলটিমেটাম চাঁদপুরে ২৬ জেলে আটক: ১৭ জনের একমাসের কারাদণ্ড  ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা বঙ্গবন্ধুকে জাতির জনক মানা নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ঢাবি ক্যাম্পাসে হেঁটে হেঁটে গ্রাফিতি দেখলেন ড. ইউনূস সম্পত্তিগত বিরোধ: মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত চাঁদপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা চাঁদপুরে ১৫ দিনে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু  এক দফা দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আন্দোলন হাজীগঞ্জের বড়কুল পুর্ব ইউনিয়ন আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা ও কার্যকরি কমিটি গঠন হাজীগঞ্জে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার ও লাইসেন্স নবায়ন না করায় তিন প্রতিষ্ঠানে জরিমানা হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ দুই জনের মৃত্যু